ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা- চট্রগ্রাম রেল পথে চলাচলকারী মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের পথে একটি বগি লাইনচ্যুত হয়েছে।

রোববার বিকেল এ ঘটনা ঘটে।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার জসীম উদ্দিন বাংলানিউজকে  জানান, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্রগ্রাম যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাঘাত ঘটে। তবে এখন ঢাকা- চ্রটগ্রাম ও ঢাকা-সিলেট রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মালবাগী ট্রেনটি ১৮টি বগি নিয়ে পাঘাচং স্টেশনে চলে যায়। বাকি ১৩টি বগি উদ্ধারের জন্য আখাউড়া রেলস্টেশন থেকে রিলিফ ট্রেন আসছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।