ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০২২
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে  কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুন) দুপুরে জগন্নাথপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কাঁঠাল ব্যবসায়ী আতা মিয়া (৪০) জগন্নাথপুর পৌর এলাকার নোওয়াহাটি গ্রামের বাসিন্দা ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর কাঁঠালবাজারে বন্যার পানি ওঠায় ব্যবসায়ীরা ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাঠাগার মসজিদ মার্কেটের সামনের সড়কে বসে কাঁঠাল বিক্রি করছিলেন। রোদের কারণে  আতা মিয়া (৪০) মার্কেটের দোতলায়  ত্রিপল টানাতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আতা।  
 
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।  

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।