ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুতে যান থামানো নিষেধ, তোলা যাবে না ছবিও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ২৬, ২০২২
পদ্মা সেতুতে যান থামানো নিষেধ, তোলা যাবে না ছবিও ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সব নাগরিককে পদ্মা সেতু পারাপারের জন্য সরকার নির্ধারিত হারে টোল দিতে হবে। এ জন্য সর্বসাধারণকে টোল দিয়ে সেতু পার হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রোববার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, পদ্মা সেতুর ওপর সব ধরনের যানবাহন থামানো, হেঁটে চলাচল করা ও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ২৬ জুন, ২০২২
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।