ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

দক্ষিণখানে ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০২২
দক্ষিণখানে ইয়াবাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

আটকরা হলেন- মো. ওসমান গণি (২২), মো. আব্দুল্লাহ (৩১) ও মো. সাইফুল ইসলাম (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড উদ্ধার করা হয়।  

শনিবার (২৫ জুন) সকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (২৪ জুন) দিনগত রাতে দক্ষিণখান থানার আশকোনা হাজী ক্যাম্প রোডের ৪৩৩ নম্বর বাসার পঞ্চম তলায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

নোমান আহমদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
 
আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।