ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

জন্ম নিল সড়ক দুর্ঘটনায় নিহত সেই পরমাণু প্রকৌশলীর সন্তান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, জুন ২৪, ২০২২
জন্ম নিল সড়ক দুর্ঘটনায় নিহত সেই পরমাণু প্রকৌশলীর সন্তান 

গাইবান্ধা: পৃথিবীর আলো দেখল সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাওছার আহম্মেদ রাব্বির অনাগত দ্বিত্বীয় সন্তান।

শুক্রবার (২৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নিহত প্রকৌশলীর শ্বশুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের স্থানীয় ঢোলভাংগা শাখা কর্মকর্তা নূরুন্নবী মিয়া।

তিনি জানান, শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি গ্রিন লাইফ হসপিটালে সিজারিয়ান অপরাশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। কাওছার রাব্বীর মৃত্যুর সময় স্ত্রী নিলুফা ইয়াসমিন নীলা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

কিয়ান আহম্মেদ নাসিক নামে তাদের আরেকটি ছেলে সন্তান রয়েছে। তার বয়স দেড় বছর।  

প্রসঙ্গত, গত ৫ জুন সকাল সাড়ে ৮টার দিকে পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা বুয়েটের সাবেক মেধাবী ছাত্র প্রকৌশলী কাওছার আহম্মেদ রাব্বী তার কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরদিন ৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড়গাড়ামারা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

>> সাভারে নিহত পরমাণু প্রকৌশলী কাওছারের দাফন সম্পন্ন

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।