ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মালিজী নদীতে নিখোঁজ যুবকের লাশ ১৫ দিন পর ফুলপুরে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০২২
মালিজী নদীতে নিখোঁজ যুবকের লাশ ১৫ দিন পর ফুলপুরে উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে বন্যার পানিতে ভেঁসে আসা ইব্রাহিম খলিল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইব্রাহিম খলিল শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বালুঘাট এলাকার ইয়াকুব আলী মুন্সির ছেলে।

শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রিজ এলাকা তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রিজ এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি।

এমন খবর পেয়ে শেরপর জেলার নকলা উপজেলা থেকে মো. আব্দুর রাফি, মোহাম্মদ ফিরোজ উদ্দিনসহ আরও কয়েকজন ফুলপুর থানায় এসে মরদেহ কাপড়, চশমা ও চাবির রিং দেখে পরিচয় শনাক্ত করেন।

নিহতের আত্মীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, গত ৯ জুন ইব্রাহিম খলিল তার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে নকলা এবং নালিতাবাড়ী থানার মধ্যবর্তী মালিঝি (ভোগাই) নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। পরে নকলা এবং নালিতাবাড়ী পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ফুলপুর উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রিজ এলাকায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা এখানে এসে পরিচয় শনাক্ত করেছেন।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ২৪ জুন, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।