ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশু রাইসার পাশে বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০২২
শিশু রাইসার পাশে বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীর ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিরল রোগে আক্রান্ত সাড়ে ৩ বছরের শিশু রিশিতা রাইসার চিকিৎসায় এগিয়ে এসেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

শুক্রবার (২৪ জুন) বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দেন তাঁর সহধর্মিনী ও প্রতিষ্ঠানটির পরিচালক সাবরিনা সোবহান।  

চেক গ্রহণ করেন শিশু রাইসার পিতা সাংবাদিক রহমান মাসুদ।  

এসময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের একমাত্র পুত্র আহমেদ ওয়ালিদ সোবহান এবং কন্যা আরিশা আফরোজা সোবহান উপস্থিত ছিলেন।

এই সময় শিশু রাইসার পিতা রহমান মাসুদ বলেন, আমি এই প্রতিষ্ঠানে ১০ বছর কাজ করেছি। আমি নিজেকে বসুন্ধরা গ্রুপের একজন মনে করি। আমার সন্তানের জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর যে সহযোগিতা করেছেন, এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।  

ভারতের তামিলনাড়ুর ভেলরের সিএমসি হাসপাতালে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশু রিশিতা রাইসার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এসএমএকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।