ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুবর্ণচরে কাঁঠাল বোঝাই ট্রাক খালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ২৪, ২০২২
সুবর্ণচরে কাঁঠাল বোঝাই ট্রাক খালে

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে কাঁঠাল বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চরবাটা খাসেরহাট-বাংলা বাজার সড়কের হাদী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন বাংলানিউজকে বলেন, ট্রাক চালক মো. বিল্লাল ঢাকা থেকে ১ হাজার ৭৫০ পিস কাঁঠাল নিয়ে সুবর্ণচর এসেছেন। ট্রাকে আমাদের তিন ব্যবসায়ীর কাঁঠাল ছিল। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। রাস্তা সরু হওয়ায় অটোরিকশা সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা জায়েদ বলেন, আমাদের এই সড়কে দীর্ঘদিন কাজ হচ্ছে না। দুইটা রিকশা ক্রস করতে গেলে বিপদ হয়। প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। রাস্তার বিষয়ে জনপ্রতিনিধিদের বারবার বলেও কাজ হচ্ছে না।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি মালামালসহ উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।