ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলারোয়া সীমান্ত থেকে ৬টি সোনার বারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০২২
কলারোয়া সীমান্ত থেকে ৬টি সোনার বারসহ আটক ১ ফাইল ফটো

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ৬টি সোনার বারসহ কামরুজ্জামান (৪০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ জুন) সকালে সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।

কামরুজ্জামান উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ভারতে সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি টহলদল কেড়াগাছির মজুমদার খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কামরুজ্জামান নামে এক ব্যক্তির গতিরোধ করে তার ব্যবহৃত বাইসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৬টি সোনার বার জব্দ ও তাকে আটক করা হয়।

জব্দকৃত সোনার ওজন ৮১৯ গ্রাম। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা ও আটক কামরুজ্জামানকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।