ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু উদ্বোধনে আগতদের সেবায় ৩৬ সদস্যের মেডিক্যাল টিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফরিদপুর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুন ২৪, ২০২২
পদ্মা সেতু উদ্বোধনে আগতদের সেবায় ৩৬ সদস্যের মেডিক্যাল টিম

ফরিদপুর: শনিবার (২৫ জুন) উদ্বোধন হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বপ্ন-সাঁকো পদ্মা সেতু। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আগতদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করবে ফরিদপুরের ৩৬ সদস্যের মেডিক্যাল টিম।

শুক্রবার (২৪ জুন) সকালে এ দলের সদস্যরা পদ্মা সেতুর উদ্দেশে যাত্রা করেছেন।

ডা. এম এ জলিল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফরিদপুরের স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আয়োজনে ১২ জন চিকিৎসকসহ সেবা টিমের সদস্যরা পদ্মা সেতুর উদ্বোধনে অংশ নেওয়াদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করবেন।

জানা গেছে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ প্রাঙ্গণ থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিলের নেতৃত্বে চিকিৎসা সেবা টিমের সদস্যরা যাত্রা করেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।