ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ট্রাক চাপায় মা-ছেলে নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুন ২৪, ২০২২
সিলেটে ট্রাক চাপায় মা-ছেলে নিহত

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিন যাত্রী।

শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার তেলিখালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পূর্ব ইসলামপুরের এখলাছ মিয়ার স্ত্রী হনুফা আক্তার (৪০) ও তার শিশু সন্তান এমরাজ মিয়া (৪)।  

স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে চালানো একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে (সিলেট থ-১১-৫৪১৭) ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে চালক, হেলপার কাউকে আটক করা যায়নি।  

বন্যার পরিস্থিতির কারণে সিলেট-কোম্পানীগঞ্জ তেলিখাল সেতু সংলগ্ন সড়কের নিচ থেকে মাটি সরে যায়। ফলে গত ১৬ জুন থেকে যান চলাচল বন্ধ ছিল। অবশ্য পানি নামলে সেনাবাহিনী ওই সেতু মেরামত করার পর বৃহস্পতিবার থেকে যান চলাচল শুরু হয়। যান চলাচল শুরুর পরদিনই ঘটলো দুর্ঘটনা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এনইউ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।