ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দক্ষিণাঞ্চলের জনগণের ভাগ্য খুলেছেন প্রধানমন্ত্রী: শেখ তন্ময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
দক্ষিণাঞ্চলের জনগণের ভাগ্য খুলেছেন প্রধানমন্ত্রী: শেখ তন্ময়

বাগেরহাট: স্বাধীনতা পরবর্তী সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণ সুবিধা বঞ্চিত ছিল। পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী তাদের ভাগ্য খুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রেল রোডস্থ দলীয় বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেখ তন্ময় বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার, স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামায়াত-বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ সুবিধা বঞ্চিত ছিল। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে সেই অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে দেশের মানুষের উন্নয়ন হয় না। সেই উপলব্ধির জায়গা থেকে প্রধানমন্ত্রী বিদেশি সাহায্য ছাড়াই দেশিয় অর্থে পদ্মা সেতু নির্মাণ করেছেন। যার ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলার আমূল পরিবর্তন ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বাড়ছে বলেও উল্লেখ করেন তন্ময়।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু সমাবেশের সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফখরুল আলম, ফিরোজুল ইসলাম, বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

সমাবেশের আগে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।

বাংলাদেশ  সময়: ২০৪০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।