ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

মিরপুরে ইয়াবাসহ গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, জুন ২৩, ২০২২
মিরপুরে ইয়াবাসহ গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর মিরপুরে ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। তারা হলেন- মো. আক্তার হোসেন, মো. মুসা, মো. মঈন উদ্দিন ও মো. জাসেদুল আলম।

বৃহস্পতিবার (২৩ জুন) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে গত বুধবার (২২ জুন) দিনগত রাতে মিরপুরের কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, কতিপয় মাদককারবারি মিরপুর মডেল থানার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স টাউন মটরস দোকানের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৭০০ পিস ইয়াবাসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।