ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

অবশেষে স্থিতিশীল হলো যমুনার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ২২, ২০২২
অবশেষে স্থিতিশীল হলো যমুনার পানি

সিরাজগঞ্জ: টানা প্রায় ২ সপ্তাহ পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার পানি বাড়লেও সর্বশেষ ১২ ঘণ্টা যাবৎ একেবারেই স্থিতিশীল হয়ে গেছে প্রমত্তা এ নদী।

তবে কাজিপুর পয়েন্টে ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।  
    
বুধবার (২২ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮৫ মিটার। ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপরে রয়েছে (বিপৎসীমা ১৩.৩৫ মিটার)। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায়ও পানির সমতল একই ছিল।  

অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে বুধবার সকালে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮৬ মিটার। ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটর বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৫.২৫ মিটার)।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মো. জাকির হোসেন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।  

এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে যমুনা নদীর পানি সব পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চলগুলোতে বন্যা চলছে। তবে সেটা স্বাভাবিক বন্যা। যমুনা অধ্যুষিত এ জেলাতে প্রতি বছরই এমন বন্যা হয়ে থাকে। নদীর অভ্যন্তরীণ নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়। এখন পর্যন্ত আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।