ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪ দিন পর সুনামগঞ্জ শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুন ২০, ২০২২
৪ দিন পর সুনামগঞ্জ শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ চালু

সুনামগঞ্জ: সুনামগঞ্জে চারদিন পর ৫০ শতাংশ এলাকায় কিছুটা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

সোমবার (২০ জুন) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

এরমধ্যে হাসপাতাল, জেল, ডিসি অফিস, সদর থানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে পুরো সুনামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

সুনামগঞ্জ বিদুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বাংলানিউজকে জানান, শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। গুরুত্বপূর্ণ অফিসগুলোতে আগে বিদুৎ দেওয়া হয়। এছাড়া আরও এলাকায় সংযোগ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। তবে যেসব এলাকার পানি এখনও নামেনি, ঐসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনই স্বাভাবিক করা হবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।