ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ২০, ২০২২
সাবেক রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের সাবেক রাজস্ব কর্মকর্তা জয়নুল আবেদীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ জুন) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামি মো. জয়নাল আবেদীন গাজীপুর বিভাগের কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কর্মকর্তা ছিলেন। দুদক তার আয়ের বিবরণী চাইলে মোট ১ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার সম্পদের (স্থাবর-অস্থাবর) সম্পদের তথ্য দেখিয়েছিলেন জয়নাল।

অনুসন্ধানকালে নিজের অর্জিত ১ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার সম্পদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার ১৩ টাকার সম্পদের আয়ের উৎসের স্বপক্ষে রেকর্ডপত্র বা দালিলিক সাক্ষ্য প্রমাণ দাখিল করতে পারেননি জয়নাল আবেদীন।

 উক্ত সম্পদ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে ভোগ দখলে রেখে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন সাবেক এ রাজস্ব কর্মকর্তা। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ২০, ২০২২
এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।