ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জুন ২০, ২০২২
যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর: যশোরে কোটি টাকা মূল্যের দশটি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৪০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৯ জুন) যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নাভারণ মোড়ে যাত্রীবাহী বাস তল্লাশি করে এই স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক মনিরুজ্জামান যশোরের বেনাপোল এলাকার নামাজগ্রামের শের আলী মোড়লের ছেলে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ মোড়ে সাতক্ষীরাগামী সাতক্ষীরা লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সিটের নিচে রাখা ১০টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান বিজিবিকে জানিয়েছে, ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিল। ওই স্বর্ণের বিনিময়ে ইউএস ডলার নিয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল তার। উদ্ধার ১০টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম এবং আনুমানিক মূল্য এক কোটি এক লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, জুন ২০, ২০২২
ইউজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।