ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু উদ্বোধন

জাজিরায় আলেম-ওলামাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুন ১৮, ২০২২
জাজিরায় আলেম-ওলামাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

শরীয়তপুর: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় মসজিদের ইমাম, আলেম-ওলামা, বিভিন্ন মাদরাসার প্রধান ও সুধীজনদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

জাজিরা থানা পুলিশের আয়োজনে শনিবার (১৮ জুন) দুপুরে জাজিরা থানা কমপ্লেক্সের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাইফুর রহমান, (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার)। এছাড়া জাজিরা উপজেলা ইমাম সমিতির সভাপতি ও জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রব হাসেমী সভায় উপস্থিত ছিলেন।

এসময় জাজিরা উপজেলার বিভিন্ন মসজিদের অন্তত কয়েকশ ইমাম, বিভিন্ন মাদরাসার প্রধান এবং জাজিরা উপজেলা ইমাম সমিতির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও জাজিরার বরেণ্য আলেম-ওলামাগণও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।