ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডোমারে সাংবাদিক দম্পতির বাড়িতে চুরি

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০২২
ডোমারে সাংবাদিক দম্পতির বাড়িতে চুরি

নীলফামারী:  নীলফামারীর ডোমারে সাংবাদিক দম্পতির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুন) দিনগত রাতে নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের পুর্ব চিকনমাটি হুজুরপাড়ায় তাদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

সাংবাদিক দম্পতি কাওছার আল হাবীব ও নুরে রোকসানা সুমি ঢাকায় কর্মরত।

পারিবারিক সূত্রে জানা যায়, জমি কেনা ও চিকিৎসার জন্য নগদ টাকা ঘরে রাখা ছিল। রাতে প্রচণ্ড বৃষ্টির মাঝে কে বা কারা ১০ লাখ টাকা, স্বর্ণের গহনাসহ জমির দলিলপত্র ব্যাংকের ও কাগজপত্রসহ দামী আসবাবপত্র নিয়ে যায়।

ডোমার থানার এস আই ওসমানের নেতৃত্ব কয়েকজন পুলিশ সাংবাদিকদের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, স্বদেশ প্রতিদিনের ব্যবস্থাপক ও মানবকন্ঠের প্রশাসনিক কর্মকর্তা কাওছার আল হাবীব ও তার স্ত্রী নুরে রোকসানা সুমি খোলা কাগজের সহ-সম্পাদক।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।