ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিচয় মিলেছে হাসপাতালে ফেলে যাওয়া সেই মরদেহের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুন ১৭, ২০২২
পরিচয় মিলেছে হাসপাতালে ফেলে যাওয়া সেই মরদেহের

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ফেলে রেখে যাওয়া নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম লিমা জান্নাত (২২)।

শুক্রবার (১৭ জুন) বিকেলে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান।

এর আগে, বুধবার (১৫ জুন) রাতে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে মরদেহটি রেখে যায় এক নারী ও পুরুষ।

নিহত লিমা কক্সবাজার জেলার চকরিয়া থানার মানিকপুর গ্রামের নুরুল হকের মেয়ে। সে আশুলিয়ার নরশিংহপুর লাল পাহাড় এলাকায় মালেকের বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন।

এ বিষয়ে পিবিআই এর উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান বাংলানিউজকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিসিটিভির ফুটেজ থেকে জানাতে পেরেছি মেয়েটির স্বামী পরিচয়ে একজন পুরুষ ও শাশুড়ি পরিচয়ে একজন মধ্য বয়সী নারী রিকশায় করে লিমাকে হাসপাতাল রেখে পালিয়ে যায়। এরপর আমাদের খবর দেওয়া হলে একদিন চেষ্টা করে নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। তবে এ ঘটনার পেছনে বিস্তারিত তথ্য আমরা নেওয়ার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।