ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রানওয়েতে পানি: সিলেটের সঙ্গে প্লেন চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ১৭, ২০২২
রানওয়েতে পানি: সিলেটের সঙ্গে প্লেন চলাচল বন্ধ

সিলেট: সিলেটে বিদ্যুৎ উপ কেন্দ্র বন্যা কবলিত হওয়ার পর এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চলে এসেছে পানি। ফলে ওসমানী বিমানবন্দরে প্লেন ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বিকেল থেকে সিলেট রুটে প্লেনের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আগামী ৩ দিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।

ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানবন্দরে রানওয়ের পাশে বন্যার পানি চলে এসেছে। যেভাবে বৃষ্টি হচ্ছে ও পানি বাড়ছে, তাতে রানওয়েতে উঠতে সময় লাগবে না। তাই সব ফ্লাইট বাতিল করে আগামী ৩ দিনের জন্য ওসমানী বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, বন্যার উন্নতি হলে তাৎক্ষণিক ঘোষণা দিয়ে বিমানবন্দর সচল করা হবে। আর বন্যার অবনতি হলে তিন দিনের মাথায় বন্ধ রাখার সময় দীর্ঘায়িত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।