ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনায় ইটবাহী নৌকায় বজ্রপাতে ব্যবসায়ী নিখোঁজ, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুন ১৭, ২০২২
যমুনায় ইটবাহী নৌকায় বজ্রপাতে ব্যবসায়ী নিখোঁজ, আহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীতে ইটবাহী নৌকায় বজ্রপাতের ঘটনায় আব্দুর রাজ্জাক মুন্সী (৫০) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক।

শুক্রবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাজ্জাক মুন্সী ওই গ্রামের দরবেশ আলী মুন্সীর ছেলে। আহতরা হলেন শহরের একডালা মহল্লার সাইফুল (২৮) ও শামীম (৩২)।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্প নির্মাণকাজে নৌকায় করে ইট নিয়ে আসছিলেন ব্যবসায়ী রাজ্জাকসহ বেশ কয়েকজন শ্রমিক। এ সময় প্রচন্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে নৌকার ওপরে বজ্রপাত হলে আব্দুর রাজ্জাক নামে ওই ব্যবসায়ী নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। এ সময় বজ্রপাতে আহত হন দু’শ্রমিক।  

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুন ১৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।