ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাতীয় চিড়িয়াখানায় পশুপাখির সংখ্যা ৩০৭০

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুন ১৬, ২০২২
জাতীয় চিড়িয়াখানায় পশুপাখির সংখ্যা ৩০৭০

ঢাকা: বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় তিন হাজার ৭০টি পশুপাখি আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ তথ্য জানান।

 

বৃহস্পতিবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্ব করেন।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় তিন হাজার ৭০টি পশুপাখি আছে। গত ছয় মাসে চিড়িয়াখানায় ২টি জিরাফ শাবক, ২টি বাঘ শাবক, ১টি করে আফ্রিকান সিংহ, ওয়াইল্ডবিস্ট, ইম্পালা ও জেব্রা শাবকের মৃত্যু ঘটেছে।

সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের গ্লোরিয়া সরকার ঝর্ণার এক প্রশ্নের উত্তরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, চিড়িয়াখানায় পশু-পাখি বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে প্রাণী সম্পদ বলেন, প্রতিবছর রাজস্ব বাজেট থেকে পশুপাখি কেনা ও পশুবিনিময়ের মাধ্যমে পশু-পাখির সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ১৬ প্রজাতির ৩৮৮টি তৃণভোজি পশু, ১০ প্রজাতির ৩৪টি মাংসাশী পশু, ১১ প্রজাতির ১২৮টি ক্ষুদ্র স্তন্যপায়ী পশু, ৫৯ প্রজাতির এক হাজার ৬৬৫টি পাখি, ৮ প্রজাতির ৬০টি সরীসৃপ ও ২৫ প্রজাতির ৭৯৫টি একুরিয়াম ফিশ রয়েছে। সব মিলিয়ে ১২৯ প্রজাতির ৩ হাজার ৭০টি পশু রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।