ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জের দুই ইউপিতে নৌকার বিজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুন ১৬, ২০২২
সিরাজগঞ্জের দুই ইউপিতে নৌকার বিজয়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বুধবার (১৫ জুন) সবগুলো কেন্দ্রে ভোট গণনার পর বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা।

শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার সোনাতনী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফর রহমান ৯ হাজার ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল রানা আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৫৩ ভোট।

এদিকে উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা জানান, উপজেলার বড়হর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মোননীত প্রার্থী জহুরুল হাসান নান্নু ১০ হাজার ৬৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৬১ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সোনাতনী ও বড়হর ইউনিয়নের মোট ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের একটি ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।