ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আটক ৩৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুন ১৫, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আটক ৩৭

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত হওয়া এ ভোটের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। আটকদের থানায় আনা হয়েছে। তবে তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।