ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে মানববন্ধনে কলেজ শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০২২
টাঙ্গাইলে মানববন্ধনে কলেজ শিক্ষকের মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করার সময় অসুস্থ হয়ে আইয়ুব আলী খান (৫৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৪ জুন) দুপুরের দিকে টাঙ্গাইল জেলা আদালত চত্বরের সামনে এ ঘটনা ঘটে।

মৃত আইয়ুব আলী জেলার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রদর্শক পদে কর্মরত ছিলেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলার সভাপতি একেএম আব্দুল আউয়াল বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আইয়ুব আলী এ মানববন্ধনে অংশ নেন। কর্মসূচি চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করছি— হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আইয়ুব আলী।

টাঙ্গাইল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক খালিদ হক তমাল বাংলানিউজকে বলেন, আইয়ুব আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কী কারণে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।