ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুন ১৪, ২০২২
বাঘাইছড়িতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু অর্ক চাকমা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে অর্ক চাকমা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্বহিরাচর এলাকায় এ ঘটনা ঘটে।

অর্ক রাঙামাটি সরকারি কলেজের স্নাতক সম্মান শ্রেণির উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।

স্থানীয় সূত্রে জানা গেছে- সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দুর্গম সারোয়াতলী ইউনিয়নে ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এসময় অর্ক তার বাড়ির অদূরে স্বজনের বাড়ি থেকে পূর্বহিরাচর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুল বিহারী চাকমা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।