ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় তিনটি হরিণের চামড়া উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুন ১৪, ২০২২
পাথরঘাটায় তিনটি হরিণের চামড়া উদ্ধার উদ্ধার করা হরিণের চামড়া।

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে।

সোমবার (১৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নে একটি পরিত্যক্ত ব্যাগ ভর্তি চামড়াগুলো উদ্ধার করা হয়।

তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন সূত্রে জানা যায়, চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া এলাকায় একটি রাস্তায় সন্দেহভাজন পরিত্যক্ত ব্যাগে কিছু আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাগ তল্লাশি করে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে এসময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

কোস্টগার্ড আরও জানান, জব্দকৃত হরিণের চামড়া বনবিভাগের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।