ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাড্ডায় গাঁজাসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুন ১১, ২০২২
বাড্ডায় গাঁজাসহ আটক ২

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডায় অভিযান চালিয়ে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১১ জুন) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে শুক্রবার (১০ জুন) দিনগত রাতে মেরুল বাড্ডা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. শরীফ ও মো. দেলোয়ার হোসেন দুলাল।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, দুই মাদকবিক্রেতা গাঁজা বিক্রির উদ্দেশে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ফেনী হোটেলের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সাড়ে সাত কেজি গাঁজাসহ শরীফ ও দুলালকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ১১, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।