ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সন্তান হত্যার বিচারের দাবি বাবা-মায়ের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুন ১০, ২০২২
সন্তান হত্যার বিচারের দাবি বাবা-মায়ের 

পিরোজপুর: সন্তান হত্যার বিচারের দাবি নিয়ে পিরোজপুরে মানববন্ধন করেছে নিহতের বাবা-মা-পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার (১০ জুন) দুপুরের দিকে জেলা সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত রুমান হোসেনের বাবা রফিকুল ইসলাম ফকির, মা রেকসোনা ফকির, ভাই লিমন ফকির, শাশুড়ি লাইলী বেগম, চাচা শহিদুল ইসলাম ফকির, ইউপি সদস্য হাসান হাওলাদারসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেছেন, নিহত রুমানকে কাজ দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান তার খালাত ভাই শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, আলতাফ হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার, ইমাম হাওলাদার, আব্দুল খালেক হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার, শাহ আলম হাওলাদারের ছেলে সাইমন হাওলাদার ও তাদের সহযোগীরা।  

এরপর অর্থিক ও পারিবারিক সামান্য কিছু বিষয় নিয়ে তার কর্মস্থলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। তবে এ ঘটনায় যশোর জেলার চৌগাছা থানায় মামলা না নেওয়া এবং হত্যাটি আত্মহত্যা হওয়ায় সুষ্ঠু বিচার না পাওয়ার দাবি পরিবারের।

গত ০৫ জুন ভোরে যশোর জেলার চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় একটি নির্মণাধীন ভবন থেকে রুমানের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।