ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইবি মুক্তিযোদ্ধা মঞ্চের সম্পাদক ও সহযোগী গাঁজাসহ আটক

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ১০, ২০২২
ইবি মুক্তিযোদ্ধা মঞ্চের সম্পাদক ও সহযোগী গাঁজাসহ আটক গাঁজাসহ আটক দুই ইবি শিক্ষার্থী -ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়: ২৫ গ্রাম গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী পুলিশের হাতে আটক হয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাদের হাতেনাতে আটক করে ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক।

আটক দুই ছাত্রের নাম তনু শিকদার ও গুলহার মাসুদ রানা। তাদের মধ্যে তনু শিকদার  লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক। অপরদিকে গুলহার মাসুদ রানা একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আটকের পর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহবুব আলম ও নিরাপত্তা কর্মকর্তা রোজদার আলী রুপম সেখানে আসেন। পরে তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য দুই ছাত্রকে থানায় নিয়ে গেছে পুলিশ।

এ বিষয়ে এস আই অনিক সাংবাদিকদের বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে আমরা ঝটিকা অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করেছি। এখন জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যা বলবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। '

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, 'ওই শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে থেকে ধরেছে। এ বিষয়ে আমার বা বর্তমান প্রশাসনের কোনো সুপারিশ নেই। আমি পুলিশকে বলেছি আইনে যেভাবে আছে, সে অনুযায়ী আপনারা ব্যবস্থা নেন। আমার কাছে তাদের ছেড়ে দেওয়ার জন্য কিছু সুপারিশ এসেছে । আমি বলেছি মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। '

অপারদিকে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, 'আইন সবার জন্য সমান। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলতে থাকবে। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। '

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ১০, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।