ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ৯, ২০২২
গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু ফাইল ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বজ্রপাতে শহীদ মোল্যা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরের দিকে জেলা সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ভেড়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

শহীদ মোল্যা ওই ইউনিয়নের খাগাইল গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তির নাম জানা যায়নি।

হরিদাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান বাংলানিউজকে এ তত্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শহীদ মোল্যা নৌকায় করে ধান নিয়ে ভেড়ার বাজারে যান। ঘাটে নৌকা রেখে তিনি মিলে ধান ভাঙছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি নদীতে নৌকা ঠিক আছে কিনা দেখতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আহত হন একজন। আহত ব্যক্তিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।