ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্মাণাধীন ভব‌নের ক্রেনের শ‌্যাপ ভে‌ঙে শ্রমি‌কের মৃত‌্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুন ৭, ২০২২
নির্মাণাধীন ভব‌নের ক্রেনের শ‌্যাপ ভে‌ঙে শ্রমি‌কের মৃত‌্যু

খুলনা: খুলনায় নির্মাণাধীন সাত তলা ভব‌নের ছাদ থে‌কে ক্রেনের শ‌্যাপ ভেঙে প‌ড়ে মো. হা‌ফিজুল না‌মে এক শ্রমিককের মৃত‌্যু হ‌য়ে‌ছে। তার বাড়ি ডুমু‌রিয়া উপ‌জেলার বাইনতলা গ্রা‌মে, বাবার নাম মো. বোরহান শে‌খ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৭ জুন) বি‌কেল ৪ টার দি‌কে শা‌ন্তিধাম মোড়ের কাজী আব্দুল হা‌সিবের বা‌ড়ির ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা‌ ঘ‌টে। পরে তা‌কে উদ্ধার করে খুলনা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (খুমেক) হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক  মৃত ঘোষণা ক‌রেন।

খুলনা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ওলিয়ার ব‌লেন, মঙ্গলবার জা‌তিসংঘ শিশু পা‌র্কের বিপরী‌তে হা‌সি‌বের সাত তলা ভব‌নের ছাদ ঢালাই‌য়ের কাজ চল‌ছিল। সেখা‌নে ২০০ জন শ্রমিক কাজ কর‌ছিলেন। বিকেল ৪টার দি‌কে হঠাৎ ঢালাই মিক্সার ওঠা‌নোর বা‌কেট শ‌্যাপ ভে‌ঙে হা‌ফি‌জের গা‌য়ের উপর প‌ড়ে। এ সময় তার ডান পা ও বাম হাত ভেঙে যায়। পিঠের বাম পা‌শে গুরুতর জখম হয়। সহ‌যোগীরা তাকে উদ্ধার ক‌রে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। নিহতের মর‌দেহ ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে বলেন, পোস্টমর্টেম রিপোর্টের জন্য আমার অপেক্ষা করেছি। নিহত হাফিজুরের পরিবার এসে অভিযোগ করলে মামলা হবে। হা‌ফিজুর ভবনের নিচে ছিলেন। ঢালাই মিক্সার ওঠানোর কা‌জে ব‌্যবহৃত মে‌শি‌নের শ‌্যাপ ভেঙে তার উপর প‌ড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ৭, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।