ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে  ৯টি অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুন ৭, ২০২২
নাইক্ষ্যংছড়িতে  ৯টি অস্ত্র উদ্ধার

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে নয়টি দেশি অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

মঙ্গলবার (৭ জুন) বিকেলে ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মো. নাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ির বাইশারী নারিচবুনিয়া এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে  একটি পাহাড়ের ঝোঁপের ভেতর থেকে নয়টি অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জমা দেওয়া হয়েছে।  

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুন ৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।