ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

দগ্ধ ৭ জনকে আনতে পুরাতন বিমানবন্দরে অ্যাম্বুলেন্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ৫, ২০২২
দগ্ধ ৭ জনকে আনতে পুরাতন বিমানবন্দরে অ্যাম্বুলেন্স

ঢাকা: চট্টগ্রাম সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাত জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টটিউটে আনতে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে ৫টি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা।

রোববার (৫ জুন) বিকেলের দিকে বার্ন ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসক ডা. হোসাইন ইমাম ইমুর নেতৃত্বে ৫টি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিয়েছেন।

ডা. ইমু জানান, সীতাকুণ্ডে ট্রাজেডির ঘটনায় কয়েকজন দগ্ধ রোগীকে হেলিকপ্টারে করে পুরাতন বিমানবন্দরে আনা হচ্ছে। সেখান থেকে রোগীদের আনতে অ্যাম্বুলেন্স নিয়ে পুরাতন বিমানবন্দর রওনা দেওয়া হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ ৭ জন হেলিকপ্টার যোগে বিকেলে পুরাতন বিমানবন্দরে ল্যান্ড করবে। এই ৭ জন দগ্ধ রোগীর মধ্যে দুজন ফায়ার সার্ভিসের সদস্য আছেন। তারা হলেন, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্য রবিন মিয়া ও কুমিরা ফায়ার স্টেশনের গাউসুল আজম।

কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। আগুন লাগার ২০ ঘণ্টা পেরিয়ে গেলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। কিছু কিছু জায়গায় জ্বলছে আগুন। আর কিছু জায়গায় উঠছে ধোঁয়া।

শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই শতাধিক মানুষ আহত হন।

রাতেই আহতদের অধিকাংশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও অনেকে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।