ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে ৫৪ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুন ৫, ২০২২
টঙ্গীতে ৫৪ কেজি গাঁজাসহ আটক ১

ঢাকা: গাজীপুরের টঙ্গী থেকে ৫৪ কেজি গাঁজাসহ মো. রনি (২৪) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রোববার (৫ জুন) দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

রনি চাঁদপুর জেলার মো. কুদ্দুস আলীর ছেলে।  

নোমান আহমদ জানান, শনিবার (৪ জুন) র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৪ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোনসহ রনিকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা ঢাকার গাজীপুরে এনে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন রনি।  

মাদকদ্রব্যসহ আটক রনিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।