ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুন ৫, ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো নামের ওই কনটেইনার টার্মিনালে শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।