ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোমর ভেঙে তাল গাছেই ঝুলে ছিল শিক্ষকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ৩, ২০২২
কোমর ভেঙে তাল গাছেই ঝুলে ছিল শিক্ষকের মরদেহ

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া গ্রামে তাল গাছে উঠে মোহাম্মদ গিয়াস উদ্দিন মণ্ডল (৬২) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সেই অবস্থাতেই অনেকক্ষণ ঝুলে ছিল তার মরদেহ।

এতে তার কোমর ভেঙে গিয়েছিল। পরে স্থানীয়রা গিয়ে গাছ থেকে দড়ি দিয়ে বেঁধে তার মরদেহ নিচে নামান।

শুক্রবার (২ জুন) সকালে তাল গাছে উঠে ডাল কাটার সময় তার মৃত্যু।

গিয়াস উদ্দিনের বাড়ি পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া গ্রামে। তার বাবার নাম মৃত তাহির মণ্ডল। তিনি বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। বাদ জুম্মা জানাজার নামাজ শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।

রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার পর ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন তাল গাছে ওঠার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।