ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, এক ব্যক্তির মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জুন ২, ২০২২
নবাবগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, এক ব্যক্তির মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং গ্রামে গরু চোর সন্ধেহে গণপিটুনিতে ফালু মোল্লা (৪০) নামে এক ব্যক্তির মত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) ভোরে চোর সন্ধেহে ফালুকে গণপিটুনী দেওয়া হয়।

বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় চিকিৎসাধীন ফালুর ।  

নিহত ফালু মোল্লা মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাদহর ইউনিয়নের গঙ্গালালপুর গ্রামের আফসার উদ্দিন মোল্লার ছেলে বলে জানা গেছে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে মেলেং গ্রামের ওহাবের বাড়ির গোয়ালঘরে বেঁধে রাখা গরুর রশি খুলে চুরির চেষ্টা করছিলেন ফালু। ঐ বাড়ির লোকজন ও প্রতিবেশীরা টের পেয়ে তাঁকে আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।  

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায় একটি চুরির মামলা ও একটি হত্যা মামলা রজু হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জুন ০২, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।