ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুন ২, ২০২২
গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচিত কামাল ফকির হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২৩ আসামি খালাস পেয়েছেন।

 বৃহস্প‌তিবার (২ জুন) সকাল ১১ টায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।  দণ্ডপ্রাপ্ত চান মিয়া পলাতক রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়,  ২০১৫ সালের ১৬ মে মো. কামাল হোসেন নিজ গ্রামের মো. ইসমাইল মোল্লার স্ত্রীর কুলখানী শেষে ফেরার পথে মামলার প্রধান আসামি চান মিয়া ও তার সঙ্গীরা কামালের ওপর ঝাপিয়ে পড়েন। এসময় এলোপাতড়ি মারার একপর্যায়ে কামালের বুকে দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে কামাল ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয়রা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পরে নিহতের বাবা মো. শাহাদাৎ ফকির বাদি হয়ে কাশিয়ানী থানায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান খান পিটু বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট  হতে পারি নাই।   বাদির সঙ্গে কথা বলে আপিলের সিদ্ধান্ত নেব।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা,  জুন ০২, ২০২২ 
 ইআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।