ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

অবৈধ মজুদের দায়ে বাগেরহাটে চাল কলকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ২, ২০২২
অবৈধ মজুদের দায়ে বাগেরহাটে চাল কলকে জরিমানা

বাগেরহাট: লাইসেন্সের শর্ত ভঙ্গ করে চাল মজুদের দায়ে বাগেরহাটে বরকত রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করেছের ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২ জুন) দুপুরের দিকে জেলা শহরের বিসিক শিল্প নগরীতে এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।  

এছাড়া জেলা শহরের বিভিন্ন চাল কল ও গোডাউনের কাগজপত্র যাচাই করে নানা নির্দেশনা দেন তিনি। চাল উৎপাদন করলেও গত তিন মাস ধরে কোনো চাল খুচরা বাজারে বিক্রি করেননি এই কলটির মালিক। তবে কি পরিমাণ চাল মজুদ রয়েছে এই মিলে, সে তথ্য পাওয়া যায়নি।

ইউএনও মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, হঠাৎ করে চালের বাজার অস্থির করার জন্য একটি গ্রুপ অবৈধভাবে মজুদ করছেন। এজন্য চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাটের বিভিন্ন অটো রাইস মিলে অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে বিসিক শিল্প নগরীতে মধু ধাম নামে এক ব্যক্তির মালিকানাধীন বরকত চাল মিলে গত তিন মাস ধরে চাল উৎপাদন করলেও খুচরা বাজারে পাঠানোর কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এই কারণেই মিল মালিককে এক লাখ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।