ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ২, ২০২২
পঞ্চগড়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত ফাইল ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে আলেমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন স্বামী আবু সাঈদ (৪৫)

বৃহস্পতিবার (২ জুন) দুপুরের দিকে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ব্লগের পূর্ব সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আলেমার বাড়ি একই এলাকায়।

কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, স্ত্রী আলেমা দুপুরের দিকে বৃষ্টির মধ্যে স্বামী সাঈদকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে মাঠ থেকে গরু-ছাগল আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আলেমার মৃত্যু হয়। আহত হন তার স্বামী। স্থানীয়দের সাঈদকে উদ্ধার করে। পরে তাৎক্ষণিক স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে জ্ঞান ফিরে আসে সাঈদের।  

অন্যদিকে, একই সময় উপজেলা প্রশাসন ও বোদা থানায় খবর দেওয়া হয়।

বজ্রপাতে ওই নারীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।