ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় জেলেদের মধ্যে ২০ বকনা বাছুর বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ১, ২০২২
ভোলায় জেলেদের মধ্যে ২০ বকনা বাছুর বিতরণ

ভোলা: জেলেদের পুর্নবাসনের লক্ষ্যে ভোলা সদরের নিবন্ধিত ২০ জেলেকে বকনা বাছুর দিয়েছে মৎস্য বিভাগ।

বুধবার (১ জুন) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে তাদের প্রত্যেককে একটি করে বাছুর দেওয়া হয়।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের আওতায় গত এক বছর ধরে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে আয়বর্ধনমূলক উপকরণ বিতরণ করে আসছে। পর্যায়ক্রমে জেলার সাড়ে ৩ হাজার জেলেকে এসব উপকরণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ১, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।