ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুন ১, ২০২২
রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ উদ্ধারকৃত গাঁজা

ঢাকা: রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ শাহজাদা ওরফে শাহাজাত ওরফে সাক্কু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মঙ্গলবার (৩১ মে) মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন এশিয়া প্রিন্টিং প্রেসের সামনের পাকা রাস্তায় অভিযান চালনো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহজাদাকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহজাদা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুন ০১, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।