ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

অনুপ্রবেশ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মে ৩১, ২০২২
অনুপ্রবেশ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ  সভা

ব্রাহ্মণবাড়িয়া: ভারত থেকে বাংলাদেশে মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিক হাসান মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।  

সভায় বক্তারা বিভিন্ন সময় ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।  

সেই সঙ্গে বিভিন্ন পরিবহন সেক্টরে সচেতনতা অবলম্বনের পাশাপাশি বর্ডার এলাকাগুলোর জনসাধারণকে রোহিঙ্গাদের অবৈধ প্রবেশ বিষয়ে সচেতন করার জন্য মাইকিংসহ বিভিন্ন প্রচার-প্রাচরণার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ৩১, ২০২২ 
এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।