ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

চালবোঝাই ট্রাকে মিললো দেড় কোটি টাকার হেরোইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ৩১, ২০২২
চালবোঝাই ট্রাকে মিললো দেড় কোটি টাকার হেরোইন

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি চালবোঝাই ট্রাক থেকে দেড় কেজি হেরোইনসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

সোমবার (৩০ মে) দিনগত রাতে নিউমার্কেট থানার নীলক্ষেত মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাউল আলী (৩২) ও আব্দুল হাকিম (৪০)।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলক্ষেত মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। রাত ১১টার দিকে সন্দেহভাজন একটি চালবোঝাই ট্রাক তল্লাশি করে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, ট্রাকের কেবিনে বসার সিটের নিচে লুকিয়ে রাখা এক কেজি ৪২০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৪২ লাখ টাকা।

আটকরা নিত্য নতুন বিভিন্ন কৌশলে পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্পমূল্যে হেরোইন ক্রয় করে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ৩১, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।