ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ৩১, ২০২২
আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা এলাকায় গৃহহীনদের জন্য তৃতীয় পর্যায়ে নির্মিত ঘর ও শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ভেঙে ফেলা নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান।

সোমবার (৩০ মে) দিনব্যাপী জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নে গৃহহীনদের জন্য বরাদ্দ ৬৫টি ঘরের মধ্যে নির্মিত ২৮টি ঘর পরিদর্শন করে এর গুণাগুণ যাচাই করেন তিনি।

এরপর শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে গৃহহীনদের জন্য নির্মিত ভেঙে ফেলা ঘরটিও পরিদর্শন করেন তিনি।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘরাই, জাজিরা উপজেলা প্রকৌশলী মো. ইমন মোল্লা, সদর ও জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।