ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাঁজা দিয়ে তৈরি কেক-মিল্কশেক-চকোলেট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ৩০, ২০২২
গাঁজা দিয়ে তৈরি কেক-মিল্কশেক-চকোলেট!

ঢাকা: গাঁজা দিয়ে কেক, চকোলেট, মিল্কশেক ও বিভিন্ন খাবার তৈরি করে অনলাইনে বিক্রির অভিযোগে এক তরুণীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, গাঁজার নির্যাস দিয়ে তৈরি ছয় কেজি ১০০ গ্রাম বিভিন্ন খাবার (চকোলেট, কেক, মিল্কশেক) উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন- অনুভব খান রিবু (২২), নাফিজা নাজা (২৩) ও জুবায়ের হোসেন (২৪)।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, জুবায়ের মোটরসাইকেলে এসব খাবার সরবরাহ করতেন। রোববার (২৯ মে) বিকেল ৪টার দিকে গুলশানের ৬ নম্বর সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে এ চক্রের অপর দুই তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার তিনজন রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক দিয়ে তৈরি এসব খাবার সরবরাহ করছিলেন।

তিনি আরও বলেন, “তারা ইনস্টাগ্রামের মাধ্যমে কানাডা ও আফ্রিকার মাদককারবারিদের তৈরি বিভিন্ন ভিডিও দেখে দেশীয় পদ্ধতিতে গাঁজা দিয়ে কেক, চকোলেট ও মিল্কশেক তৈরি করতেন। এক কেজি গাঁজার চকলেট তৈরিতে পাঁচ কেজি গাঁজার নির্যাস প্রয়োজন হয় বলে তারা জানিয়েছেন। "

গ্রেফতার তিনজনের নামে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের উপ কমিশনার আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ৩০, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।