ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বড় দেশগুলো আমাদের ওপর মাতব্বরি করতে চায়: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
বড় দেশগুলো আমাদের ওপর মাতব্বরি করতে চায়: ড. মোমেন

ঢাকা: উন্নয়নের অংশীদার বড় দেশগুলো বাংলাদেশের ওপর মাতব্বরি করতে চায় বলে খেদ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছে, মাঝেমধ্যে তাদের পরামর্শ আমাদের উন্নয়ন ক্ষতিগ্রস্ত করে দেয়।

 

সোমবার (৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

আসামে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে কী আলাপ হলো জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘ভারত, রাশিয়া থেকে এনার্জি সহায়তা নিচ্ছে। তবে ভারত অনেক বড় দেশ বলে তারা নিষেধাজ্ঞা সামাল দিতে পারে। আমরাও রাশিয়া থেকে এনার্জি সহায়তা নেবো। সে কারণে ভারতের কাছ থেকে এ বিষয়ে বুদ্ধি চেয়েছি। ’

তিনি বলেন, ‘আমরা ছোট দেশ তাই সবাই আমাদের ওপর মাতব্বরি করতে চায়। ’

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ‘এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে আঞ্চলিক সংহতির জন্য শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ার জন্য ভারতের কাছে প্রস্তাব দিয়েছি। ’

ড. মোমেন জানান, ‘আসামের লোক যেন বাংলাদেশে আসার জন্য সেখানের বাংলাদেশ মিশন থেকে ভিসা পায়, সেজন্য প্রস্তাব রেখেছি। তারা সেই প্রস্তাবে রাজি হয়েছে। ’

অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশে থাকলেই ভালো। এটা আমরা পছন্দ করিনি। আমরা উনাকে বলেছি, বাংলাদেশের চেয়ে রাখাইনে ভালো পরিবেশ তৈরি করুন। তাহলেই ভালো হবে। ’

তিনি বলেন, ‘আমরা ভারতকে বলেছি, রোহিঙ্গাদের পছন্দ না হলে, বাংলাদেশে কেন, মিয়ানমারে পাঠান। আমাদের এখানে কেন পাঠাচ্ছেন। ’

উল্লেখ্য, শিলংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স ২৮-২৯ মে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করে। এতে যোগ দেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও বৈঠক করেন।  

আসাম থেকে ২৯ মে ঢাকায় ফেরেন ড. মোমেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ৩০, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।