ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ৩০, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে ছয়টি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাখাওয়াত হোসেন।

বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কাউতলী জেনারেল হাসপাতাল, দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, সানল্যাব ডায়াগনস্টিক সেন্টার, সোনারবাংলা ডায়াগনস্টিক সেন্টার, তাবা ডায়াগনস্টিক সেন্টার ও হযরত শাহ পরান হাসপাতাল।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা. শাখাওয়াত তানভীর ও ডা. আশরাফুর রহমান হিমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বন্ধ করা ছাড়াও আরও বেশ কিছু বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সাত দিনের সময় দিয়ে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ